শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

টাইগ্রেসদের কোচ হচ্ছেন সারোয়ার ইমরান

ক্রীড়া ডেস্কঃ অভিজ্ঞ কোচ সরোয়ার ইমরান দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের জাতীয় নারী দলের। তিনি সাবেক প্রধান কোচ হাসান তিলকরত্নের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি চলতি মাসের শুরুর দিকে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর দায়িত্ব ছেড়ে দেন।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এ তথ্য জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ।

তিনি বলেন, আমরা হাসান তিলকরত্নের বিদায়ের পর সারোয়ার ইমরানকে নারীদের জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দায়িত্ব নেওয়ার পর আমি কথা দিয়েছিলাম যে, জাতীয় দলের দায়িত্বে স্থানীয় কোচদের নেওয়ার চেষ্টা করব। ইমরানের নিয়োগ সেটিরই অংশ। আমি মনে করি, যদি আমরা তাদের (স্থানীয় কোচদের) দায়িত্ব না দেই, আমরা কীভাবে বুঝব যে তারা পারফর্ম করছে কিনা। আমরা সালাউদ্দিনকে ছেলেদের জাতীয় দলের সঙ্গে যুক্ত করেছি এবং সামনে আরও নতুনদের নিয়ে আসব।

২০০০ সালে বাংলাদেশ পুরুষ দলের টেস্ট অভিষেক ম্যাচে প্রধান কোচ ছিলেন সরোয়ার ইমরান। আর সর্বশেষ তাকে দেখা গেছে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের প্রধান কোচ হিসেবে।

আট দলের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য প্রস্তুতি নিচ্ছে নারী ক্রিকেট দল। এরই মধ্যে তাদের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন ইমরান।

২০২৫ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ নারী দল। নারীদের চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের সমান ২১ পয়েন্ট অর্জন করেছিল টাইগ্রেসরা। কিন্তু একটি ম্যাচ বেশি জিতে ষষ্ঠ স্থানে থেকে সরাসরি মূল আসরে জায়গা করে নেয় কিউই মেয়েরা।

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com