বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

সর্বশেষ :
মাগুরার শিশুটির অবস্থার আরো অবনতি : প্রেসসচিব নারায়ণগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল কোর্ট ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অবৈধ অভিবাসীদের জন্য “সেলফ ডিপোর্টেশন ” অ্যাপ চালু করলো ট্রাম্প প্রশাসন কোহলির আউট দেখে হার্টঅ্যাটাকের গুঞ্জন, যা বলছে কিশোরীর পরিবার লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক দুজনকে আটক নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

ঢাকা-১ এর জামায়াতে ইসলামীর হেভিওয়েট এমপি প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম

আমিনুর রহমান,নবাবগঞ্জঃ ঢাকা-১ থেকে জামায়াতের মনোনয়ন পেলেন নবাবগঞ্জের ব্যারিস্টার নজরুল ইসলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর চূড়ান্ত এমপি প্রার্থী তালিকায় ঢাকার গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সেক্রেটারী জেনারেল ইউকে ও ইউরোপ জামায়াতে ইসলামীর মুখপাত্র ব্যারিস্টার মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম এমপি মনোনয়ন পেয়েছেন।

এই প্রথম ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ সংসদীয় আসন থেকে জামায়াতে ইসলামীর প্রথম এমপি প্রার্থীর নাম ঘোষণা দিয়েছেন। এর আগে ঢাকা-১ এর এমপি ছিলেন আওয়ামী লীগের সরকারের সালমান এফ রহমান, এডভোকেট আব্দুল মান্নান খান,এডভোকেট সালমা ইসলাম।

২০০৮ সালের পূর্বে ঢাকার দুটি উপজেলা নবাবগঞ্জ ঢাকা-২ আসন ও ঢাকা দোহার ঢাকা-১ সংসদীয় আসন ছিল।তৎকালীন সময়ে বিএনপি আওয়ামী লীগের প্রার্থী
ছিল জামায়াতের প্রার্থী ছিল না। এবার জামায়াতের প্রার্থী মনোনয়ন দেওয়ায় অনেকের টনক নড়েছে। চায়ের আড্ডায় জামায়াত ও নতুন প্রার্থীর কথা আলোচনায় উঠে এসেছে।
অনেকে মনে করছেন এবার খেলা হবে। জামায়াত অনেক এগিয়ে যাচ্ছে। দোহার নবাবগঞ্জের নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে জামায়াতের প্রার্থী নিয়ে।

বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার নাজমুল হুদা,বিএনপির প্রয়াত ঢাকা-২ এর আব্দুল মান্নান উনারা ঢাকার এমপি ও মন্ত্রী ছিলেন। এবার জামায়াত চাচ্ছেন এই আসনটি যাতে নিজেদের কব্জায় আসে সেদিকে লক্ষ্য রেখেই এই দুই উপজেলায় জামায়াতে ইসলামী বাংলাদেশ ভোট ব্যাংক ও শক্তিশালী হতে দলীয় কর্মকান্ড ব্যাপকভাবে চালিয়ে যাচ্ছেন। দলকে চাঙ্গা রাখতে ইতিমধ্যে দলীয় কর্মকান্ডে
জামায়াতের শীর্ষ নেতারা কাজ করছেন।

ঢাকা-১ আসনের মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম গত দুদিন দোহার-নবাবগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ও সহযোগী সদস্যদের নিয়ে
নবাবগঞ্জ দোহার উপজেলা জামায়াতের কর্মী সমাবেশ সহ দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে জামায়াতের শীর্ষ নেতাদের নিয়ে মিটিং করেছেন। মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম গতকাল স্থানীয় গণমাধ্যম (সাংবাদিকদের প্রশ্নে) এক স্বাক্ষাতে কথাও বলেছেন।

মনোনয়ন বিষয়ে ইসলামী ছাত্র শিবিরের সাবেক এই সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম সোমবার সন্ধ্যায় তার নিজ বাড়ি কলাকোপায় তিনি জামায়াতের কর্মকান্ড নিয়ে কথা বলেন।

তিনি বলেন,অবহেলিত দোহার-নবাবগঞ্জের উন্নয়ন সহ শিক্ষা ব্যবস্থা পরিবর্তন, রাজতৈনিক কর্মকান্ড পরিবর্তন সমাজ ব্যবস্থা পরিবর্তন সহ সকল অবকাঠামোর উন্নয়নে তিনি সবাইকে নিয়ে কাজ করার তার অভিপ্রায় তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এডভোকেট ইব্রাহিম খলিল,নবাবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ সাংবাদিকদের প্রশ্নে উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com