বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
সাহাবউদ্দীন,বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইলের কেশরাবো এলাকায় ডাইং কারখানার গরম পানির ট্যাংকিতে পরে আহত শরিফ মিয়ার (২৫) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (১০ ফেব্রুয়ারি) মৃত্যু হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি (রোববার) স্থানীয় শ্রমিক হিসেবে ডাইং কারখানায় কাজ করতে গিয়ে গরম পানি ভর্তি ট্যাংকিতে ডুবে এমন দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ মিয়ার বাড়ি রূপগঞ্জের কেশরাবো এলাকায়। তার পিতার নাম সিরাজুল হক।
এ ব্যাপারে রাজধানীর শাহাবাগ থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।এ বিষয়ে রূপগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে ।