বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

সর্বশেষ :
মাগুরার শিশুটির অবস্থার আরো অবনতি : প্রেসসচিব নারায়ণগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল কোর্ট ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অবৈধ অভিবাসীদের জন্য “সেলফ ডিপোর্টেশন ” অ্যাপ চালু করলো ট্রাম্প প্রশাসন কোহলির আউট দেখে হার্টঅ্যাটাকের গুঞ্জন, যা বলছে কিশোরীর পরিবার লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক দুজনকে আটক নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

নারায়ণগঞ্জে ডেভিল হান্ট’ অভিযানে ওলামা লীগের নেতাসহ ৪০জন গ্রেপ্তার

শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’র আওতায় ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ,ছাত্রলীগ, যুবলীগ ও ওলামা লীগের নেতাকর্মী রয়েছেন।এর আগে সোমবার ১০ ফেব্রুয়ারি রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

যারা গ্রেফতাররা হলেন, নারায়ণগঞ্জ জেলা ওলামা লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মো. সোহান (২৫),সোনারগাঁ পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রনি হাসান (৩২), সোনারগাঁ থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী শফিউর রহমান হিরন (২২), আড়াইহাজারের বগাদী এলাকার খাইরুদ্দিন ইমন (২৪), কল্যানদি এলাকার রিফাত হাসান (২০), কামরাঙ্গীরচর এলাকার হোসাইন গাজী (২১), বাগাদি এলাকার সোহাগ (২২), বগাদি কান্দাপাড়া এলাকার মোসাদ্দেক হোসেন (২৪), সোনারামপুর এলাকার জুয়েল রানা (৩৬), আবু মুছা (৩৮), ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুরের লিটন (৩২), জগনাথপুর এলাকার কামাল উদ্দিন (৫০), বাঞ্ছারামপুরের মাহাবুব হাসান (৩৮), রাসেল (২৪), নারায়ণগঞ্জ সদরের নতুন পালপাড়া এলাকার রুবেল (৪৫), সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন (৩২), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সদস্য নুর হোসেন (২৫), মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন (৫২), রূপগঞ্জ যুবলীগ কর্মী ইসমাইল হোসেন (৩৪), আড়াইহাজার পৌরসভা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হারুণ অর রশীদ (৪৪)। বাকি আসামিদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘ডেভিল হান্ট’ অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলায় আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারাদেশে একযোগে পরিচালিত হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এ অপারেশন যৌথভাবে পরিচালনা করছে সেনাবাহিনী, বিজিবি,র‍্যাব,পুলিশ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com