বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর কয়েকশ গজের মধ্যে ষাটোর্ধ এক সনাতন ধর্মালম্বী বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ষাটোর্ধ বৃদ্ধ উৎপল রায় (৬২) বেসরকারী উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেন-এর প্রকল্প পরিচালক ছিলেন। তিনি নগরীর টানবাজার সাহাপাড়ায় থাকতেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উৎপল রায়ের গলা কাটা মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কে বা কারা টানবাজার সাহাপাড়ায় শংকর সাহার মালিকানাধীন ৭ তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে ষাটোর্ধ বৃদ্ধ উৎপল রায়কে গলা কেটে হত্যা করে।
বেসরকারী উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেন-এর প্রকল্প পরিচালক উৎপল রায়ের ২ ছেলের একজন দেশের বাইরে ও আরেকজন উজ্জ্বল কুমার রায় পেশায় চিকিৎসক।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ জানায়, বন্দর থেকে কাজের মহিলা এখানে কাজ করেন। আজ সোমবার সন্ধ্যা ৬টা হতে ৭টার মধ্যে ওই মহিলা বাসায় আসে এবং রাত সাড়ে ৮টা হতে ৯টার মধ্যে বের হয়।
নিহতের চিকিৎসক পুত্র উজ্জ্বল রায় বাসায় এসে দেখে ভেতর থেকে লক করা। এমন ঘটনায় লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে তার বাবার রক্তাক্ত লাশ মেঝেতে পরে আছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, কারা কেন হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ কাজ করতেছে। বিস্তারিত পরে জানানো হবে।