শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

সর্বশেষ :
জুলাই বিপ্লব যেন ভূলুণ্ঠিত না হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান: অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ প্রগতি লেখক সংঘের‘গড়ব আমরা সুবর্ণ ইতিহাস’ গাইবান্ধা প্রেসক্লাবের একুশের অনুষ্ঠান ‘বর্ণমালায় লিখি দ্রোহের ফাগুন’ নাসা কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত মাতৃভাষার গুরুত্ব না বুঝলে এসডিজি অর্জন সম্ভব হবে না : প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ওসমানীনগরে শেখ মুজিব বন্দনায় যুব উন্নয় কর্মকর্তা ঢাকা – নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা নারায়ণগঞ্জের টিটু সাম্রাজ্যের তথ্য প্রকাশ করলো গ্রেফতারকৃত এসএম রানা রাতে ঘুমানোর আগে লবঙ্গ চিবিয়ে খেলেই ম্যাজিক! ফেসবুকে যে ধরনের পোস্ট করলে হতে পারে জেল

সংসার ভেঙেছে তিনবার তবুও চতুর্থ বিয়ের স্বপ্ন দেখছেন লাকি আলী

বিনোদন ডেস্কঃ বলিউডের সঙ্গীতশিল্পী লাকী আলীর বয়স ৬৭, গিটার হাতে দেশ-বিদেশের মঞ্চ মাতাতে এখনো দারুণ পটু এই শিল্পী। তিনি স্বপ্ন দেখেন দুইটি বিষয় নিয়ে।

একটি হল সংগীত যেন তার আজীবন সঙ্গী হয়ে থাকে; আর দ্বিতীয় স্বপ্ন হল চতুর্থ বিয়ের।

ইন্ডিয়া টুডে লিখেছে কিছুদিন আগে ‘কাহোনা প্যায়ার হ্যায়’ সিনেমার ২৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে লাকীর কাছে প্রশ্ন ছিল, তার আগামী স্বপ্ন কি? তিনি বলেন, “আমার স্বপ্ন যে আমি আবার বিয়ে করব, গানও গেয়ে যাব।”

এই গায়কের সাবেক তিন স্ত্রীর সবাই বিদেশিনী। লাকী প্রথম বিয়ে করেন ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ান নারী মেঘন জেন ম্যাকলেরিকে। কয়েক বছর সংসার করার পর বিচ্ছেদের পথে হাঁটেন ওই দম্পতি। লাকীর দ্বিতীয় বিয়ে ২০০০ সালে। আনাহিতা নামের এক পার্সি নারীর সঙ্গে ঘর বাঁধেন তিনি তখন। দ্বিতীয় বিয়েও বেশিদিন টেকেনি গায়কের। এরপর কেট এলিজাবেথ হালাম নামের এক মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাকে লাকী বিয়ে করেন ২০১০ সালে। সাত বছর সংসারও করেন তারা। সেই তৃতীয় স্ত্রীর সঙ্গেও বিচ্ছেদ হয় লাকীর।

মুম্বাই-কলকাতা-ঢাকার শ্রোতারা লাকীর গানে মেতে আছেন নব্বই দশক থেকে। এই শিল্পীর ঘরানাকে বলা হয় ‘ইন্ডি পপ’। লাকীর গাওয়া হিন্দি গানের মধ্যে দারুণ জরপ্রিয় হয় ‘এক পাল কা জিনা’, ‘ও সানাম’ গানটি। বিশেষ করে হৃত্বিক রোশানের প্রথম সিনেমা ‘কাহোনা পেয়ায় হ্যায়ের’ ‘এক পাল কা জিনা’ গানটি লাকীকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়। মাঝে কিছুদিন বিরতিতে ছিলেন তিনি, করেছেন আভিনয়ও। এখন হাতে ফের গিটার ধরে মঞ্চে আসছেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com