শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
বিনোদন ডেস্কঃ বলিউডের সঙ্গীতশিল্পী লাকী আলীর বয়স ৬৭, গিটার হাতে দেশ-বিদেশের মঞ্চ মাতাতে এখনো দারুণ পটু এই শিল্পী। তিনি স্বপ্ন দেখেন দুইটি বিষয় নিয়ে।
একটি হল সংগীত যেন তার আজীবন সঙ্গী হয়ে থাকে; আর দ্বিতীয় স্বপ্ন হল চতুর্থ বিয়ের।
ইন্ডিয়া টুডে লিখেছে কিছুদিন আগে ‘কাহোনা প্যায়ার হ্যায়’ সিনেমার ২৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে লাকীর কাছে প্রশ্ন ছিল, তার আগামী স্বপ্ন কি? তিনি বলেন, “আমার স্বপ্ন যে আমি আবার বিয়ে করব, গানও গেয়ে যাব।”
এই গায়কের সাবেক তিন স্ত্রীর সবাই বিদেশিনী। লাকী প্রথম বিয়ে করেন ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ান নারী মেঘন জেন ম্যাকলেরিকে। কয়েক বছর সংসার করার পর বিচ্ছেদের পথে হাঁটেন ওই দম্পতি। লাকীর দ্বিতীয় বিয়ে ২০০০ সালে। আনাহিতা নামের এক পার্সি নারীর সঙ্গে ঘর বাঁধেন তিনি তখন। দ্বিতীয় বিয়েও বেশিদিন টেকেনি গায়কের। এরপর কেট এলিজাবেথ হালাম নামের এক মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাকে লাকী বিয়ে করেন ২০১০ সালে। সাত বছর সংসারও করেন তারা। সেই তৃতীয় স্ত্রীর সঙ্গেও বিচ্ছেদ হয় লাকীর।
মুম্বাই-কলকাতা-ঢাকার শ্রোতারা লাকীর গানে মেতে আছেন নব্বই দশক থেকে। এই শিল্পীর ঘরানাকে বলা হয় ‘ইন্ডি পপ’। লাকীর গাওয়া হিন্দি গানের মধ্যে দারুণ জরপ্রিয় হয় ‘এক পাল কা জিনা’, ‘ও সানাম’ গানটি। বিশেষ করে হৃত্বিক রোশানের প্রথম সিনেমা ‘কাহোনা পেয়ায় হ্যায়ের’ ‘এক পাল কা জিনা’ গানটি লাকীকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়। মাঝে কিছুদিন বিরতিতে ছিলেন তিনি, করেছেন আভিনয়ও। এখন হাতে ফের গিটার ধরে মঞ্চে আসছেন।