শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

কেউ কেনেনি নিলামে, হঠাৎ আইপিএলে ডাক পেলেন মুজিব

ক্রীড়া ডেস্কঃ যেকোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই বর্তমানে আফগানিস্তানের তারকা ক্রিকেটারদের ব্যাপক চাহিদা। সেই তালিকায় শুরুর দিকেই আছেন ডানহাতি অফব্রেক স্পিনার মুজিব-উর-রহমান। তবে আইপিএলের আসন্ন আসরের মেগা নিলামে তার জায়গা মেলেনি। অবশ্য কারণও আছে, চোটের অস্বস্তি ছিল মুজিবের। যে কারণে আফগানদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও নেই তিনি। এরই মাঝে মুজিব আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের ডাক পেয়েছেন।

মূলত স্বদেশি সতীর্থ আল্লাহ মোহাম্মদ গাজানফারের চোট কপাল খুলে দিয়েছে এই আফগান অভিজ্ঞ তারকার। মেরুদণ্ডের চার নম্বর ভার্টিব্রার বামপাশের অংশে আঘাত পেয়েছেন গাজানফার। যে কারণে তাকে অন্তত ৪ মাস মাঠের বাইরে থাকতে হবে। যা নিয়ে গত বুধবার নিজেদের এক্স-হ্যান্ডলে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৮ বছর বয়সী এই রহস্য স্পিনারের ছিটকে যাওয়ার কথা জানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যার অর্থ, আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতেও দেখা যাবে না তাকে।

ফলে গাজানফারের বিকল্প হিসেবে মুজিবকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘২০২৫ আইপিএলের জন্য গাজানফারের বিকল্প ক্রিকেটার হিসেবে মুজিবকে নিয়েছে মুম্বাই। ইনজুরির কারণে তিনি পুরো মৌসুম ছিটকে গেছেন। এর আগে অফস্পিনার মুজিব আইপিএলে ১৯টি ম্যাচে শিকার করেন ১৯ উইকেট। তাকে মুম্বাই নিয়েছে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে।’

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com