বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

বনের ভিতর অবৈধ গ্যাস ও বিদ্যুৎ লাইন কর্তাগন উদাসীন

মোঃ বিপ্লব হোসেন ফারুক,গাজীপুরঃ গাজীপুর কাশিমপুর থানাধীন চন্দ্রা ফরেস্ট রেঞ্জের আওতায় কাশিমপুর বিট এর অধীন গোবিন্দ বাড়ি মৌজাস্থিত বনের ভিতর দিয়ে বিদ্যুৎ লাইন সংযোগ দেওয়া হচ্ছে আর এতে করে বনের পরিবেশ ও বন ধ্বংসের উপক্রম চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একদল ভূমি দালাল।

এমন দৃশ্য শুধু কাশিমপুর নয় ঢাকা রেঞ্জের আওতায় সমগ্র গাজীপুরের, রাষ্ট্রীয় অস্থিতিশীল পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিট কর্মকর্তারা বন রক্ষার চেয়ে আত্ম রক্ষার পথ বেছে নিয়েছেন। কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া ইউনিয়নের জাতিলা, মজিদ চালা, খিলপাড়া, তালচালা , পদ্মপাড়া, তাছাড়া চন্দ্র রেঞ্জের আওতায় বোয়ালি , রঘুনাথপুর, দিন দুপুরে বনের গাছ কেটে নিলেও এ ব্যাপারে সুস্পষ্ট ধারণা পেতে বিট কর্মকর্তাদের সঙ্গে বারবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। অঞ্চল ভেদে এলাকা ভিত্তিক দলীয় ব্যানারে গড়ে উঠেছে আওয়ামী লীগের শাসন আমলের মত এই রাসেল লীগ, তাঁতী লীগ এই সমস্ত লীগের মতো খুদে খুদে সংগঠন যার নেতৃত্বের অগ্রভাগে রয়েছে উঠতি বয়সের ছেলেরা যারা কোন কিছুর তোয়াক্কা করছে না কিংবা কোন প্রকার দিক নির্দেশনা মানছে না। আর ওদের সাথে যুক্ত রয়েছে পূর্বের আওয়ামী শাসনামলের কিছু বনদস্য ,ভূমিদস্য, লুটেরাদের দল। বনের ভিতর দিয়ে শুধু বিদ্যুৎ লাইন নয় মাটি খুরে প্রকাশ্যে কিংবা গভীর রাতে দেওয়া হচ্ছে গ্যাস লাইন ও লক্ষনীয় বিষয় হচ্ছে চন্দ্রা তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন এর আওতায় মৌচাক, সফিপুর,চান্দুরা ,কালামপুর, পল্লী বিদ্যুৎ, বিশ্বাস পাড়া হাবিবপুর, কাশিমপুর, এই সমস্ত এলাকা গুলোতে দালালদের সমন্বয়ে অবাধে অবৈধ গ্যাস সংযোগ চালু রয়েছে। বিষয়টি স্ব-স্ব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট উদ্বোধন মহলের সবাই দৃষ্টি আকর্ষণ করছেন পরিবেশবাদীগণ।

 

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com