রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

বিএনপি নেতাদের খেজুর উপহার পাঠালেন সৌদি বাদশাহ

অগ্নিশিখা ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির সিনিয়র নেতৃবৃন্দের জন্য ১৪৫ কার্টন খেজুর উপহার দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারর্সনের রাজনৈতিক কার্যালয়ে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পাঠানো খেজুর সৌদি দূতাবাস থেকে পৌঁছে দেওয়া হয়।

সেখানে বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার খেজুর গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান. দলের সিনিয়র নেতৃবৃন্দের ১৪৫ কার্টন খেজুর উপহার হিসেবে এসেছে। ঢাকাস্থ সৌদি দুতাবাসের কর্মকর্তারা গুলশান অফিসে এ খেজুর পৌঁছে দিয়ে গেছেন।

পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের বাদশাহর পক্ষ থেকে নিয়মিত বিএনপিকে শুভেচ্ছা উপহার পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় এবারও সৌদি বাদশাহ খেজুর উপহার দিয়েছেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com