বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
মোঃ বিপ্লব হোসেন (ফারুক),গাজীপুর: গাজীপুর কালিয়াকৈর চান্দ্রা রেঞ্জের আওতাধীন কাশিমপুর ফরেস্ট বিটের সাথে গোবিন্দবাড়ি মৌজা ফম ফেক্টরীর মালিক আরিফ হোসেন প্রভাবশালীদের সহযোগিতায় স্থানীয় বাজার মূল্য কোটি টাকার মুল্যের বনের সম্পত্তি দখল করে বনের ভিতর দিয়ে রাস্তা বিদ্যুৎ লাইন ও বিভিন্ন স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। বিট ও রেঞ্জ কর্মকর্তাগণ নিরব ভূমিকা পালন করে চলছেন, মনে হচ্ছে তাহারা ভয়ে নিরুপায় হইয়া বন রক্ষার চেয়ে আত্ম রক্ষার পথ বেছে নিয়েছেন। এ ব্যাপারে বিট কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি জানিয়েছেন উপরমহল পদক্ষেপ না নিলে আমরা কি করব ? সরেজমিন পর্যবেক্ষণে দেখা যায় গোবিন্দ বাড়ি বনের ভিতর দিয়ে বিদ্যুৎ লাইন বসানোর জন্য হেভিওয়েট রাজনৈতিক নেতা কিংবা সমন্বয়কদের নাম জড়িয়ে সাংবাদিকদের ভয় দেখিয়ে বিট কর্মকর্তা কিংবা রেঞ্জ কর্মকর্তা অন্যায় ভাবে লাভবান হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা পূরণে স্বপ্ন বিভোর হয়েছেন। যতদূর জানা যায় গোবিন্দ বাড়ি ফরেস্ট বিটে সন্ধ্যা নামলেই প্রভাবশালী দালাল কিংবা অভিযুক্ত মিল ইন্ড্রাস্ট্রির মালিকদের বিশ্বস্ত সহচর বা খাস লোকজনের আনাগোনা বেড়ে যায় অফিসের দরজা জানালা বন্ধ করে চলে গোপন দেন দরবার। এ সময়ে মানুষ তো দূরে থাক কোন কাক শিয়াল পর্যন্ত বিগ এরিয়াতে পাহাড়দের কল্যাণে প্রবেশ করতে পারে না। এ ব্যাপারে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছেন পরিবেশবাদীগণ।