শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১১ অপরাহ্ন
সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় নয়ামাটি এলাকায় ইউরো টেক্স নীটওয়্যার গার্মেন্টসের লিমিটেডে শ্রমিক ছাঁটাই, বকেয়া বেতন ও শ্রমিক নির্যাতনের অভিযোগে ঢাকা – নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
গতকাল বুধবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ শ্রমিকরা। এতে সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ, শিশু, শিক্ষার্থী সহ যানবাহনের যাত্রীরা।
শ্রমিকদের অভিযোগ, শ্রমিকদের বকেয়া বেতন না দিয়ে ছাঁটাই করে। এতে শ্রমিকরা গার্মেন্টসের সামনে অবস্থান করলে মালিকপক্ষে তাদের ভাড়াটিয়া বহিরাগত সন্ত্রাসী দিয়ে মারধর করে নির্যাতন করে শ্রমিকদের।
তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়ন রয়েছে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।