শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক: গান শোনাতে বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক-গীতিকার, সঙ্গীতশিল্পী ও অভিনেতা আলী আজমত। বাংলাদেশে একটি একক গানের আসর মাতাবেন পাকিস্তানি এ গায়ক।
পাকিস্তানের প্রভাবশালী সুফি রক ব্যান্ড ‘জুনুন’র প্রধান গায়ক তিনি। তবে শুধু গান দিয়ে নয়, অভিনয় গুণের কারণে পাকিস্তানের পাশাপাশি বলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।
গায়ক আলি আজমতের এটি তৃতীয় ঢাকা সফর। এর আগে দুইবার বাংলাদেশে পারফর্ম করেছেন তিনি। তবে এবারই প্রথমবারের মতো একক কনসার্ট নিয়ে আসছেন আলি।
কনসার্টের শিরোনাম ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’। কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে। এটির আয়োজন করছে অ্যাসেন বাজ। আগামী ২ মে বসবে গায়কের জমকালো গানের আসর।
প্রসঙ্গত, গায়ক আলি আজমতের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘দিওয়ানা’, ‘তেরে লিয়ে’, ‘রঙিলা’, ‘নারে নারে’, ‘মাওলা’, ‘ইয়ে জিসম’, ‘সায়োনি’, ‘খুদি কো কর বুলন্দ’, ‘গরজ বরস’, ‘জিন্দা’ ইত্যাদি।