বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

সর্বশেষ :
ঢাকা – নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা নারায়ণগঞ্জের টিটু সাম্রাজ্যের তথ্য প্রকাশ করলো গ্রেফতারকৃত এসএম রানা রাতে ঘুমানোর আগে লবঙ্গ চিবিয়ে খেলেই ম্যাজিক! ফেসবুকে যে ধরনের পোস্ট করলে হতে পারে জেল বিস্কুটে ভ্যাট অর্ধেক করল এনবিআর আমরা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী: প্রধান উপদেষ্টা ১৭ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান পেলো একুশে পদক গোপন চুক্তিতে বনভূমি ক্রয় বিক্রয়ে মত্ত সংশ্লিষ্ট কর্মকর্তাগণ দোষ চাপানো হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দের উপর পুলিশকে ঝুলিয়ে ১ কিমি নিয়ে গেলেন অটোরিকশাচালক কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

পুলিশকে ঝুলিয়ে ১ কিমি নিয়ে গেলেন অটোরিকশাচালক

সামসউদ্দিন বাবর,নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর অংশে জৈনা বাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ অটোরিকশা আটক করতে গেলে পুলিশ সদস্যকে ঝুলিয়ে এক কিলোমিটার নিয়ে গেলেন চালক। ভেতরে থাকা যাত্রীরা চিৎকার করেও থামাতে পারেননি অটোরিকশা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।৩ মিনিট ৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ সদস্য ইউনিফর্ম পরা অবস্থায় চলন্ত অটোরিকশার রড ধরে ঝুলে আছেন। পেছনে কয়েক যাত্রী চালককে অনুরোধ করছেন অটোরিকশা থামানোর জন্য, কিন্তু চালক থামাচ্ছেন না। অটোরিকশার পাশ দিয়ে বিভিন্ন পরিবহন যাচ্ছে। পরবর্তীকালে একটি স্থানে পৌঁছালে জ্যামে আটকা অবস্থায় উপস্থিত স্থানীয় মানুষ ও পুলিশ সদস্য মিলে চালককে আটক করে।আটক চালকের নাম জনি আহমেদ (২৪), তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের মো. আহমেদ আলীর ছেলে।ভুক্তভোগী মাওনা হাইওয়ে থানার কনস্টেবল কমল দাস বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযোগ পরিচালনার অংশ হিসেবে জৈনা বাজার এলাকায় অভিযান চলাকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে আসে। সেটি থামানোর জন্য সিগন্যাল দিই।থামানোর পর চাবি নেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে অটোরিকশা চালাতে শুরু করেন চালক। আমি অটোরিকশায় ওঠার চেষ্টা করি, কিন্তু চালক অটোরিকশার গতি আরও বাড়িয়ে দেন। এরপর আমি অটোরিকশায় ঝুলে থাকি। চালককে অনুরোধ করলে গতি আরও বাড়িয়ে আমাকে ফেলে দিতে চেষ্টা করেন। আমাকে ঝুলিয়ে কমপক্ষে এক কিলোমিটার নিয়ে যাওয়া হয়।’কমল দাস বলেন, এ সময় রিকশায় থাকা অন্য যাত্রীরা তাঁকে অনুরোধ করলেও তিনি অটোরিকশা থামাননি। তাঁর উদ্দেশ্য ছিল আমাকে চাপা দিয়ে হলেও অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়া। কিন্তু আমি শেষ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে তাঁকে আটক করতে সক্ষম হই। সম্ভবত এ সময় অটোরিকশার এক যাত্রী মোবাইল ফোনে ভিডিওটা ধারণ করেছেন।’
উপপরিদর্শক (এসআই) জুয়েল বলেন, আমরা জৈনা বাজার এলাকায় ডিউটি করছিলাম। এ সময় কয়েক যাত্রী নিয়ে একটি অটোরিকশা এলে পুলিশ কনস্টেবল কমল দাস সিগন্যাল দেন। এরপর অটোরিকশাচালক একটু গতি কমান। কনস্টেবল যখন চাবি নিতে হাত দেন, তখনই অটোরিকশা চলা শুরু করে। কনস্টেবল কমল দাস অটোরিকশায় ঝুলে যান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পার্শ্ববর্তী ভালুকা উপজেলা জামিরদিয়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে অটোরিকশা। পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com