শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

ফেসবুকে যে ধরনের পোস্ট করলে হতে পারে জেল

তথ্য-প্রযুক্তি ডেস্ক: ফেসবুকের জনপ্রিয়তা আজও অটুট। যত সময় এগিয়েছে, ততই আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে ফেসবুক। রেস্তরাঁয় খাওয়া থেকে বন্ধুদের সঙ্গে আড্ডা থেকে অফিসের পিকনিক নানা মুহূর্তই পোস্ট করা হয় জনপ্রিয় এই মাধ্যমে। আবার মনের নানা কথাও লেখেন ইউজাররা। কিন্তু জানেন কি, সারাক্ষণ কিছু না কিছু পোস্ট করতে গিয়ে এমন কিছুও পোস্ট করেই ফেলতে পারেন আপনি, যার জন্য জেলেও যেতে হতে পারে! জেনে নিন কোন ধরনের পোস্ট থেকে পড়তে পারেন বিপদে।

সোশাল মিডিয়ায়ে কিছু পোস্ট, কমেন্ট বা ভিডিও শেয়ার করার ফলে বিপদসহ আইনি ঝামেলায় পড়ার ঝুঁকি থাকে। চলুন নেওয়া যাক কী সেসব পোস্ট-

আপত্তিকর বা উসকানিমূলক পোস্ট: জাতীয় বা সাম্প্রদায়িক অনুভূতির প্রতি অবমাননাকর পোস্ট শাস্তিযোগ্য অপরাধ। যেমন- ধর্মীয় উপাসনা বা কটূক্তি, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে ভুয়া তথ্য প্রচার শাস্তিযোগ্য অপরাধ। কাজেই এই ধরনের পোস্ট শেয়ার করা ও কোনো ধরনের কমেন্ট করার ক্ষেত্রেও সাবধান থাকতে হবে।

মানহানিকর পোস্ট: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার করা সাইবার অপরাধ। যেমন- কারো বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ পোস্ট করা, কোনো সেলিব্রিটি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার, ব্যক্তিগত ছবি বা তথ্য অনুমতি ছাড়া শেয়ার করা। যা ডিজিটাল নিরাপত্তা আইনে জেল ও জরিমানা হতে পারে।

প্রতারণা ও সাইবার অপরাধ: ভুয়া লটারি, অফার, বা চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, অন্যের ব্যক্তিগত তথ্য বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার। ডিজিটাল নিরাপত্তা আইনে জেল জরিমানার বিধান রয়েছে। ফেসবুকে যে কোনো কিছু পোস্ট করার আগে অবশ্যই আইনের বিষয়ে সচেতন থাকা জরুরি। অনলাইনে স্বাধীনতা থাকলেও তা যেন অন্যের ক্ষতির কারণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো

সামাজিক ও রাষ্ট্রীয় অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। যেমন- ভুয়া সংবাদ বা ভিডিও পোস্ট করা, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় সংকটের সময় ভুয়া তথ্য প্রচার, নির্বাচন সংক্রান্ত গুজব ছড়ানো।

তাই যে কোনো নিউজ শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করে নেবেন। শুধুমাত্র নির্ভরযোগ্য সংবাদমাধ্যমগুলোকে বিশ্বাস করুন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com