শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
মোঃ মোবারক আলী,বিরামপুর প্রতিনিধি: বিরামপুর উপজেলার গ্রাম্য মুসলমান সর্ব সাধারণের ব্যবহার্য ২একর ৩১ শতক জমি প্রভাবশালীদের জবর দখলের
চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এক লিখিত অভিযোগে জানা গেছে, বিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত তরিকুল ইসলামের পুত্র কামাল হোসেন জানান,তফসিল বর্ণিত দিনাজপুরজেলার বিরামপুর উপজেলার ,মৌজা-চন্ডিপুর,জে,এল নং-৭৭ খতিয়ান নং-এস,এ ১৭৮ দাগ নং ২২০/২২১ রকম-ডাঙ্গা,পরিমান-২ একর ৩১ শতক জমি প্রভাবশালী ডা: মোকলেছুর রহমান(চক্ষু বিশেষজ্ঞ) সাং ঘাটপাড়, মোকতাজ্বল হোসেন আহম্মেদ পিতা মৃত মফিজ উদ্দিন, সাং পূর্বজগন্নাথপুর, শরিয়াতুল্ল্যাহ, পিতা-শাহজান, সাং-চন্ডিপুর, আব্দুল কাফি,পিতা রিয়াজ উদ্দিন বিরামপুর, মিজানুর রহমান পিতা-কিতাব উদ্দিন মন্ডল, সাং-গড়পিংলাই, থানা-ফুলবাড়ী, সর্ব জেলা দিনাজপুরগণ রেকর্ডমুলে অদ্যাবদি করস্থান, খেলারমাট, ঈদগাঁ ও মাদ্রাসা রহিয়াছে।
এমতাবস্থায় উক্ত বিবাদীগন অন্যায়ভাবে বিরামপুর জরিপ অফিসারকে ম্যানেজ করে
ক্ষমতার অপব্যহার করিয়া চতুর্থ ধাপে একটি অনলাইন পর্চা বের করিয়া উক্ত সম্পত্তি
জোরপূর্বক দখল করে সীমানা প্রাচীর নির্মানের চেষ্টা করে।
উক্তি বিষয়ে মোবাইল ফোনে ডা: মোখলেছুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, উক্ত সম্পত্তি হাজী মোখতাজ্বল এর নিকট থেকে দলিল মুলে ক্রয় করেছি। গ্রামের জনসাধারণ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট গ্রাম্য মুসলমান সর্ব সাধারণের ব্যবহায সম্পত্তি উদ্ধারের জন্য সরেজমিনে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জোরদাবী জানান।