শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদার প্রিন্টের কর্ণধার ও নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সহ সভাপতি এসএম রানাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিদেশ যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।
আওয়ামী লীগ সরকারের শাসনামলের পুরোটা সময় জুড়ে শামীম ওসমানের শালক তানভীর আহমেদ টিটু পালিয়ে যাওয়ার পর এসএম রানা বিসিরি সভাপতি ফারুক আহমেদের চাটুকারিতা শুরু করে বিতর্কের ঝড় তোলে। এরপর চলে যান আড়ালে।
এই কুখ্যাত অপরাধী রানা কে অধিগ্রহণের টাকা নয়-ছয়সহ বহু অভিযোগের পর৪ ২ লাখ টাকার ঘুষকান্ড ঘটালে। সদ্য বিদায়ী জেলা প্রশাসক মাহমুদুল হক ওই ৪২ লাখ টাকাসহ আটক করলেও টিটুর সম্মান রক্ষার জন্য শামীম ওসমান, সেলিম ওসমান ব্যাপক তদ্বির করে ছাড়িয়ে এনে ৪২ লাখ টাকার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করে। সেই এস এম রানার বিরুদ্ধে ভূমিদস্যুতা গুরুতর অভিযোগ থাকার পরও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রহত্যার উল্লেখযোগ্য অস্ত্রধারী হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে জোড়ালোভাবে। তানভীর আহমেদ টিটু – ফজরআলী সিন্ডিকেট গড়ে তুলে অপ্রতিরোধ্য ভূমিদস্যুতা চালায় আওয়ামী লীগের শাসনামলে।