শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১০ অপরাহ্ন

গাইবান্ধা প্রেসক্লাবের একুশের অনুষ্ঠান ‘বর্ণমালায় লিখি দ্রোহের ফাগুন’

আতোয়ার রহমান,জেলা প্রতিনিধি গাইবান্ধা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার গাইবান্ধা প্রেসক্লাব ‘বর্ণমালায় লিখি দ্রোহের ফাগুন’ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা,কবিতা আবৃত্তি ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। এর আগে সকালে পৌর শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস সালাম, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ একেএম শামসুল হক ও ক্যানভাস আর্ট স্কুলের পরিচালক চিত্রশিল্পী শেখ মাজেদুর
আবেদিন অপু। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, একুশে উদযাপন উপ-পরিষদের আহ্বায়ক রজতকান্তি বর্মন, সহ-সভাপতি জোবায়ের আলী, রেজাউন্নবী রাজু, খালেদ হোসেন, শফিউল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান রোকন ও কুদ্দুস আলম,কার্যনির্বাহী সদস্য উজ্জল চক্রবর্ত্তী, গোলাম রব্বানী মুসা ও রিক্তু প্রসাদ। অনুষ্ঠানে একুশের কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার শাহনাজ আমিন মুন্নি ও মেঘলীনা দ্যুতি। শেষে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com