রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় তারা।রাতের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ,পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এরপর বিএনপি, জামায়াতে ইসলামী, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও সর্বস্তরের জনতা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এছাড়াও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এবারই প্রথম শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পূর্বে মোনাজাত করা হয়।