শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
আমিনুর রহমান,নবাবগঞ্জ: আগলায় অবস্থিত নাসা (NASA) নর্থ আমেরিকান স্ট্যান্ডার্ড একাডেমী কিন্ডারগার্টেন। ২০১৪ সালে কিন্ডারগার্টেন স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্কুল থেকে ঝড়ে পড়া অসহায় ছাত্র/ছাত্রীদের নিয়ে স্বল্প পরিসরে স্কুলের যাত্রা শুরু হয়। দীর্ঘ বছর পার করে শত শত ঝড়ে পড়া ছাত্রদের হাতে কলমে শিক্ষা দেওয়া ও মাতৃ স্নেহে পড়ানো হয় মেধা বিকাশ ঘটাতে।
স্কুলটি ঢাকা নবাবগঞ্জ উপজেলার মধ্যে উচ্চতর কিন্ডারগার্টেন স্কুলে রুপ নিয়েছে। মেধাবী কর্মঠ ও উচ্চ ডিগ্রী ধারী শিক্ষকদের দ্বারা পরিচালিত বিদ্যালয়টি ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে। শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে।
নিরক্ষরতা দূরীকরণে নাসা স্কুল বিশেষ ভূমিকা রেখে চলেছে। অক্ষর জ্ঞানহীন ছাত্রদের কে জ্ঞানী করে তুলতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে ইতিমধ্যে শিক্ষকরা অগ্রণী ভূমিকা রাখছেন বলে জানা যায়।
ঝড়ে পড়া ছাত্ররা সহজেই নাসা স্কুলে পড়ে তাদের কাঙ্খিত শিক্ষা নিতে পারছেন। সেই সূত্রধরে আজ আগলা চৌকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে নাসা স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। সকাল ১১টায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রথমে জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন ও পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করে খেলার মূলপর্ব শুরু হয়। খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন আগলা চৌকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। এরপর প্লে থেকে ৫ম শ্রেণীর শিশু শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টের বিভিন্ন খেলা গুলো পর্যায়ক্রমে চলতে থাকে।
প্লে শ্রেণীর ৮০ মিটার দৌড়, ১০০ মিটার দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, পোশাক দৌড়, মোড়গ লড়াই খেলা হয়। এসময় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী খেলোয়াড়দের কে বিদ্যালয়ের পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়।
খেলার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সমাজ সেবক ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো.মোশারফ হোসেন, অভিভাবক সদস্য সোহেল মিয়া, নাসা কিন্ডারগার্টেন এর প্রাক্তন সিনিয়র সহকারী শিক্ষক,গণমাধ্যম কর্মী জার্নালিস্ট মো.শাহীনউজ্জামান শাহীন বিবিএস,এলএলবি।
এছাড়া বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতায় নাসা কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক আব্দুল হাকিম সেন্টু মাস্টারের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেন নাসা কিন্ডারগার্টেন এর সহকারী শিক্ষক ডালিয়া আক্তার, সৃষ্টি আক্তার, তামান্না আক্তার, ফারজানা আক্তার নিতু প্রমুখ।