রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

সর্বশেষ :
ঢাকার জলাবদ্ধতা নিরসনে ১৯ খাল সংস্কারের মহাপরিকল্পনা:উপদেষ্টা রিজওয়ানা নারায়ণগঞ্জে এসির কম্প্রেসার বিস্ফোরণে নিহত ২ শ্রমিক পঙ্গু হাসপাতালে গিয়ে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর ড. মঈন খানের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল নারায়ণগঞ্জ দুর্নীতিবাজ রেজাউল ও তার স্ত্রীর বিপুল সম্পদ ক্রোক জাতীয় পতাকা নিয়ে হেঁটে দেশ ভ্রমণে দুই হাফেজ এখন গাইবান্ধায় নেত্রকোণা শহরে বসবাসরত কলমাকান্দা পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু ২ মার্চ, বেড়েছে সব বিভাগের ফি ওবায়দুর রহমান শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব নবাবগঞ্জে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নবাবগঞ্জে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমিনুর রহমান,নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তাভোগী সোনাহাজরা গ্রামের আব্দুল জলিল। বুধবার সকালে নবাবগঞ্জ প্রেসক্লাবের এ সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় তিনি অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের নেতৃত্বে রাতের আধারে তাদের জমি জবরদখল করেছে।

লিখিত বক্তব্যে আব্দুল জলিল বলেন, গালিমপুর মৌজার আরএস ১৬২৫ নং খতিয়ানভুক্ত আরএস ৩২৯৪ ও ৩২৯৫নং দাগে মোট ৫.২৫ শতাংশ জমি আমি ৯/৭/১৯৯১ তারিখে রেজিষ্ট্রীকৃত ২৭৮৪নং ও ২২/৪/২০১২ তারিখে ২৯৭১নং দুইখন্ড দলিল মূলে ক্রয় করে মালিক হইয়া ভোগদখলে আছি। এছাড়া আমি উক্ত জমি নামজারি করে হালনাগাদ খাজনাও পরিশোধ করেছি। আমার জমি পাশে গালিমপুর ইউনিয়ন পরিষদ রয়েছে। কিন্ত ইউনিয়ন পরিষদের কোন জমি না থাকায় তারা আমার জমি দখল করতে পারে এধারনা করে আমি বিজ্ঞ আদালতে মামলার করি। যা প্রেক্ষিতে মহামান্য আদালত জমিতে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত ৮ ফেব্রুয়ারী রাতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে আমার সীমানা প্রাচীর ভেঙে আমাদের ইট, বালু, সিমেন্ট ব্যবহার করে নিজেরা আবার প্রাচীর নির্মাণ করেন।

এসময় আব্দুল জলিল বলেন, ৩০ বছর ধরে আমি দখলে আছি৷ ওখানে ইউনিয়ন পরিষদের কোন জমিও নেই। যদি এটা ইউনিয়ন পরিষদের জায়গা হয় তাহলে তারা দিনের বেলা জমিটি দখল করলো না কেন। রাতে আধারে এসে জমি দখল করতে পায়তারা করতো না। আর আমি নিজের জমি ফেরত চাই৷

এব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, ঐটা ইউনিয়ন পরিষদের জমি। যারা অভিযোগ করেছে তারাই রাতের আধারে ঘর তুলে জমিটি দখলের চেস্টা করেছিল। তাই সরকারী সম্পত্তি রক্ষার্থে অভিযান চালিয়ে ঘরটি উচ্ছেদ করেছি। যারা সম্পত্তি দাবি করছে তারা এসিল্যান্ডের বরাবর আবেদন করলে আমরা তাদের সম্পত্তি মেপে বুঝিয়ে দেওয়া হবে।

বুধবার বিকালে সরেজমিনে গেলে স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে সেখানে ইউনিয়ন পরিষদের ভবন রয়েছে। তবে তাদের কাগজপত্র একাধিকবার চাওয়া হয়েছে কিন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা কাউকে কাগজ দেখায় না। কাগজপত্র দেখাতে পারলে ইউনিয়ন পরিষদ জনগণের সম্পত্তি আমরা সবাই মিলে ইউনিয়ন পরিষদের জমি রক্ষা করবো। তারা আরো বলেন, জমিটি নিয়ে মামলা হওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। তাই কারো উচিত হয়নি নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ বা উচ্ছেদ করা। এভাবে আদালত অবমাননা করা অন্যায়।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com