রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

সর্বশেষ :
ঢাকার জলাবদ্ধতা নিরসনে ১৯ খাল সংস্কারের মহাপরিকল্পনা:উপদেষ্টা রিজওয়ানা নারায়ণগঞ্জে এসির কম্প্রেসার বিস্ফোরণে নিহত ২ শ্রমিক পঙ্গু হাসপাতালে গিয়ে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর ড. মঈন খানের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল নারায়ণগঞ্জ দুর্নীতিবাজ রেজাউল ও তার স্ত্রীর বিপুল সম্পদ ক্রোক জাতীয় পতাকা নিয়ে হেঁটে দেশ ভ্রমণে দুই হাফেজ এখন গাইবান্ধায় নেত্রকোণা শহরে বসবাসরত কলমাকান্দা পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু ২ মার্চ, বেড়েছে সব বিভাগের ফি ওবায়দুর রহমান শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব নবাবগঞ্জে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

র‍্যাবের অভিযানে রেমিট্যান্সের ৩ কোটি টাকা আত্মসাতের মামলায় মুক্তার হোসেন গ্রেপ্তার

শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি: উত্তরা ব্যাংকের তিন কোটি টাকা আত্মসাতের ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মুক্তার হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব-১১। এর আগে বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর নয়াআটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি, মুক্তার হোসেন (৬০)।উত্তরা ব্যাংক লিঃ নারায়ণগঞ্জ শাখার সাবেক কর্মকর্তা ও মুন্সীগঞ্জের গজারিয়া ভবানীপুর এলাকার আব্দুল আওয়াল বেপারীর ছেলে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার) ইশতিয়াক হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়, ‘উত্তরা ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী উত্তরা ব্যাংকের নারায়ণগঞ্জ অঞ্চলের বিভিন্ন শাখার সীমাতিরিক্ত টাকা নারায়ণগঞ্জ (প্রবাদ) শাখায় স্থানান্তরিত করা হয়। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ অঞ্চলের নিতাইগঞ্জ শাখা থেকে ২০১৩ সালের ২৭ মে থেকে ১৫ সেপ্টেম্বর পাঠানো নগদ রেমিট্যান্সের দেড় কোটি ও ৪০ লাখ এবং মুন্সিগঞ্জের রেকাবীবাজার শাখা থেকে ওই বছরের ২২ মে থেকে ২৭ মে পর্যন্ত পাঠানো রেমিট্যান্সের এক কোটি ১০ লাখ টাকাসহ সর্বমোট তিন কোটি টাকা স্থানান্তরিত হলে সাবেক উত্তরা ব্যাংক লিঃ, নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক রোকনুজ্জামান ও সেকেন্ড অফিসার মুক্তার হোসেন ওই টাকা সংশ্লিষ্ট শাখার অফিসারের কাছ থেকে বুঝে নিয়ে পরস্পর যোগসাজশে ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করে। যার প্রেক্ষিতে ২০১৪ সালের ১৬ মে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানায় উত্তরা ব্যাংক লিঃ, নারায়ণগঞ্জ শাখার মহাব্যবস্থাপক আঞ্চলিক প্রধান খায়রুল আলম বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ২০১৬ সালের ০২ ফেব্রুয়ারি মামলাটি তদন্ত শেষে দুদকের উপপরিচালক মোহাম্মদ আব্দুস সোবহান বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

গত ০২ জুন ২০২৪ ইং তারিখ বিজ্ঞ ঢাকার বিভাগীয় বিশেষ জজ এস এম জিয়াউর রহমানের আদালতে মাদারীপুরের আউলিয়াপুরের সুফি আব্দুল কাদেরের ছেলে রোকনুজ্জামান ও মুন্সিগঞ্জের গজারিয়া থানার ভবানীপুর গ্রামের আব্দুল আউয়াল বেপারীর ছেলে মুক্তার হোসেনদ্বয়ে বিরুদ্ধে বাদীর কর্তৃক আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের দুইজনকে ০৫ (পাঁচ) বছর বিনাশ্রম কারাদ- ও প্রত্যেককে দেড় কোটি টাকা অর্থদ-, যা তাদের ব্যক্তিগত স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে আদায়যোগ্য করে রায় ঘোষনা করেন। এছাড়া একই শাখার সাবেক প্রধান ক্যাশিয়ার নিজাম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাসের আদেশ প্রদান করেন। উক্ত রায় প্রদানকালে দুইজন আসামী পলাতক ছিল। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তিন কোটি টাকা আত্মসাতকারী সাজাপ্রাপ্ত পলাতক মুক্তার হোসেন (৬০)কে সিদ্ধিরগঞ্জ মুক্তিনগর, নয়াআটি এলাকা থেকে আটক করা হয়েছে। এ মামলার অপর আসামী রোকনুজ্জামানকে আটকের কার্যক্রম অব্যাহত আছে। পলাতক আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য মুন্সিগঞ্জের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com