বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

সর্বশেষ :
মাগুরার শিশুটির অবস্থার আরো অবনতি : প্রেসসচিব নারায়ণগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল কোর্ট ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অবৈধ অভিবাসীদের জন্য “সেলফ ডিপোর্টেশন ” অ্যাপ চালু করলো ট্রাম্প প্রশাসন কোহলির আউট দেখে হার্টঅ্যাটাকের গুঞ্জন, যা বলছে কিশোরীর পরিবার লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক দুজনকে আটক নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

পরকীয়ায় মজেছেন গোবিন্দ, ভাঙছে ৩৭ বছরের সংসার!

বিনোদন ডেস্ক : বলিউডের সুখী দম্পতি হিসেবে পরিচিত গোবিন্দ ও সুনীতার সংসারে অশান্তির কালো ছায়া নেমে এসেছে। সেই অশান্তি এখন তাদের সম্পর্কের ভিত নাড়িয়ে দিয়েছে। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা গোবিন্দর স্ত্রী সুনীতা। তিনি স্বামী গোবিন্দের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছেন।

তবে বছর তিনেকের মাথায় সকলকে জানান তিনি বিবাহিত। তারপর দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন।

তবে এত বছরের দাম্পত্য হওয়া সত্ত্বেও একসঙ্গে বাস করেন না গোবিন্দ-সুনীতা। তাদের ছাদ আলাদা, সম্প্রতি জানিয়েছেন সুনীতা। দুই সন্তানকে নিয়ে তিনি থাকেন ফ্ল্যাটে। ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন অভিনেতা। আর সুনীতা এসব কথা জানানোর পর থেকেই তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শুরু।

এবার যেন সেটাই সত্যি হতে চলেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এত বছরের সম্পর্কে দাঁড়ি টানতে চলছেন গোবিন্দ-সুনীতা। দীর্ঘদিন বলিউডে ‘সুখী দম্পতি’ হিসাবেই পরিচিত ছিলেন তারা। তবে এবার শোনা যাচ্ছে, এই বয়সে পরকীয়া জড়িয়েছেন নায়ক!

যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত নীরব এই দম্পতি। শোনা যাচ্ছে, মেয়ে টিনার থেকে ছোট বয়সী এক মারাঠি অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন গোবিন্দ। যেটাই অন্যতম কারণ তাদের সংসার ভাঙনের।

তবে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এটা ছাড়াও গোবিন্দ-সুনীতার সংসারে অশান্তির নেপথ্যে রয়েছে আরও বেশ কিছু সম্ভাব্য কারণ।

অভিনেতার দীর্ঘদিনের সহকারী শশী সিনহা বলেছেন, ‘বেশ কয়েকদিন ধরেই তাদের সম্পর্কে ওঠাপড়া চলছে। পরিবারের তরফে এমন কিছু মন্তব্য করা হয়েছে সংবাদমাধ্যমে যার ফলে সমস্যার সূত্রপাত। যদিও এর বেশি কিছু গোবিন্দ জানাতে চান না। খুব শিগগিরই একটি সিনেমার কাজে হাত দেবেন। তার আগে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’

এদিকে গোবিন্দের ভাগ্নি আরতি সিংহ অবশ্য মামা-মামির বিচ্ছেদের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। আরতির কথায়, ‘আমার মামা-মামির সম্পর্ক ভীষণ মজবুত, হতেই পারে না এমন কিছু।’

একই সুর ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের কণ্ঠেও। তিনি বলেন, ‘এটা হতেই পারে না, তাদের বিচ্ছেদ সম্ভব নয়।’

যদিও শোনা যাচ্ছে সুনীতাই নাকি বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন গোবিন্দকে। বেশ কয়েক বছর ধরেই ছেলেমেয়েকে নিয়ে একাই থাকেন অভিনেতাপত্নী।

এমনটা ঘটতে পারে বলে আগেই আশঙ্কা করেছিলেন সুনীতা। এক সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছিলেন, তিনি এখন আর গোবিন্দকে বিশ্বাস করেন না। তিনি বলেন, ‘আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত বোধ করতাম। কিন্তু এখন আর করি না। এখন ওর ৬০-এর বেশি বয়স। জানি না, কখন কী করবে।’

সুনীতা জানান, আগে কাজের ব্যস্ততায় কোন রকম পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল না গোবিন্দের। সুনীতার কথায়, ‘কিন্তু এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!’

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com