শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
মোঃ নাফিস হাসনাইন,দিনাজপুর জেলা প্রতিনিধি: গত ২৫ ফেব্রুয়ারী-২০২৫ গভীর রাতে দিনাজপুর জেলার সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদের অর্ন্তগত বলতৈড় গ্রামের প্রত্যন্ত এলাকায় দুইটি পরিবারের বাসায় মধ্যরাতে অগ্নিকান্ড ঘটলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
এই সংবাদ পেয়ে মধ্যরাতেই উক্ত পরিবার দুইটির পাশে দাড়িয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। ক্ষতিগ্রস্থ দুইটি পরিবারকে নিজ হাতে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ৪ (চার) বান্ডিল ঢেউটিন, গৃহ নির্মাণ মঞ্জুরি নগদ অর্থ, শুকনো খাবার ও শীতবস্ত্র (কম্বল)প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান, দিনাজপুর সদর উপজেলার উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ প্রমুখ।