শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:২০ অপরাহ্ন
মোঃ নাফিস হাসনাইন, দিনাজপুর জেলা প্রতিনিধি: সমবায় সমিতির আর্থিক ও পরিচালন ব্যাবস্থাপনাকে বৈশ্বিকমানে রুপান্তরের মাধ্যমে আধুনিক সদস্য ও আধুনিক সমবায় গঠন সংক্রান্ত একদিন ব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬ ফেব্রুয়ারী দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমান প্রশিক্ষন ইউনিটের আয়োজনে ও সদর উপজেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে একদিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান। বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর। সদর উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের উপ-সহাকারী নিবন্ধক মোঃ মোস্তাফিজুর রহমান, সরেজমিনে তদন্তকারী মোঃ মাহামুদুল হাসান,উক্ত প্রশিক্ষণে সমবায় সমিতির নিবন্ধনকৃত সমবায় সমিতির সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। কোর্স পরিচালক হিসেবে ছিলেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রুমানা জাহান, সহকারী কোর্স পরিচালক মোঃ আলমগীর মিয়া।