বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক: আইসিসি ইভেন্টে রূপকথার গল্প লেখা এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছে আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আইসিসির সাদা বলের ক্রিকেটের টানা তিন ইভেন্টেই আফগানরা করল ‘দৈত্য বধ’। আফগানদের এমন পারফরম্যান্সে রীতিমতো মুগ্ধ শোয়েব আখতার।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) আফগানিস্তান আবারও হারিয়েছে ইংল্যান্ডকে। যা দেখে মুগ্ধ পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।
লাহোরে বুধবার ইংল্যান্ডকে রুদ্ধশ্বাস ম্যাচে হারায় আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩২৫ রান করে আফগানরা। জবাবে সবকটি উইকেট হারিয়ে ইংলিশরা থামে ৩১৭ রানে। তাতে ৮ রানে জয় পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও টিকে রইল আফগানরা।
ফেসবুকে এক ভিডিও প্রকাশ করে শোয়েব আখতার সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আফগানিস্তানের জন্য বড় ও স্মরণীয় জয়। হৃদয়ই জিতে নিল তারা।
ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান। লাহোরে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানরা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অজিদের হারিয়েছিল আফগানিস্তান। পরবর্তীতে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছিল তারা।