শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

চ্যাম্পিয়নস ট্রফির মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক: চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ দল। যে প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছিল টাইগাররা, তা পারেনি নাজমুল হোসেন শান্তর দল। বৃষ্টিতে পাকিস্তানের বিপক্ষের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে টাইগাররা।

ভারতের বিপক্ষে বড় হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করে বাংলাদেশ। আসরে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ফলে এক পয়েন্ট করে পায় দুই দলই। এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই এক পয়েন্টই।আসরে সব মিলিয়ে তিন ম্যাচ খেলে বাংলাদেশের নামের পাশে এক পয়েন্ট। দুই হারের সঙ্গে তাদের একটি ম্যাচ পরিত্যক্ত।

একই অবস্থা পাকিস্তানেরও। তবে নেট রানরেটে কিছুটা এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিনে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com