শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
রোকনে আলম চৌধুরী,সিলেট: সিলেট দক্ষিন সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়নের গ্রামে জন্ম নেয়া, বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী মানবতার ফেরিওয়ালা এক অনন্য ব্যক্তিত্ব জনাব দিলওয়ার হোসেন। নিজস্ব তহবিল থেকে গড়ে তুলেছেন ডি এফ ফাউন্ডেশন।একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য মানবতার সেবা,মানবতার কল্যাণে কাজ করা।ফাউন্ডেশন সমাজের পথ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নকল্পে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মেধাবী ছাত্রদের শিক্ষা সহায়তা প্রদান, গরিব মেয়েদের বিয়েতে সহায়তা করা, গরিব মানুষের গৃহ নির্মাণের সহায়তা করা, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা নির্মাণ পুনঃনির্মাণ ইত্যাদি লক্ষ্য নিয়ে ডিএফ ফাউন্ডেশন কাজ করছে সুদীর্ঘ বছর ধরে।
২০০০ সাল থেকে শুরু করে অদ্যাবধি এই ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত আছে। প্রতি বছর রমজান মাস উপলক্ষে সিলেটের বিভিন্ন উপজেলায়, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা সহ দেশের বিভিন্ন জেলায় খাদ্য সামগ্রী বিতরণ করে। তারই ধারাবাহিকতায় চাউল, তেল, ডাল, ছোলা, আলু, পেঁয়াজ ইত্যাদি খাদ্যসামগ্রী প্যাকেট জাত করে ৬০০০ পরিবারকে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, এবং প্রায় দুইশত স্বেচ্ছাসেবক। শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে এলাকার স্বেচ্ছাসেবক বৃন্দ, গ্রাম পুলিশ এবং দক্ষিণ সুরমা থানা প্রশাসনের কয়েকজন সদস্য কাজ করেন।
ডিএফ ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন দিলু বলেন একমাত্র মানবতার কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তার এবং তার পরিবারের সকল সদস্যদের এই প্রচেষ্টা যুগ যুগ ধরে অব্যাহত রাখতে চান। তার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ ও যারা আছেন তারা সবাই ডি এফ ফাউন্ডেশনের এ সমস্ত কার্যক্রম আজীবন ধরে রাখতে চান।