শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
সেলিম খান,সিলেট: যুক্তরাজ্য প্রবাসী সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার কৃতি সন্তান,যুক্তরাজ্য রেড ব্রীজ কমিউনিটির সভাপতি,জাগ্রত নারী উন্নয়ন সংস্থার অন্যতম উপদেষ্টা,বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা, সহ অসংখ্য সামাজিক সংগঠনের এক বিরল ব্যক্তিত্ব জনাব আলহাজ্ব অহিদ উদ্দিন বিগত ২৭ ফেব্রুয়ারি২০২৫ সাল এক সংক্ষিপ্ত সফরে দেশে আসেন। রাত সাড়ে আটটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাগ্রত নারী উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ।
পরদিন ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় জাগ্রত নারী উন্নয়ন সংস্থা কার্যালয়ে জনাব আলহাজ্ব অহিদ উদ্দিন কে সংবর্ধনা প্রদান করা হয়।
জাগ্রত নারী উন্নয়ন সংস্থার সিলেট জেলা সভাপতি শিরিনা আক্তার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাহিমা বেগমের পরিচালনায় বক্তব্য পেশ করেন জাগ্রত নারী উন্নয়ন সংস্থা সদর উপজেলা সভাপতি লাকি বেগম, জেলা সহ সাংগঠনিক সম্পাদক নাসুহা বেগম, সাধারণ সম্পাদক ফাহিমা বেগম, সংস্থার প্রতিষ্ঠাতা রোটারিয়ান ফখরুল ইসলাম শান্ত, বিশেষ অতিথি বিশিষ্ট সমাজ সেবক জনাব আব্দুল হালিম এবং প্রধান অতিথি জনাব আলহাজ্ব অহিদ উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাগ্রত নারী উন্নয়ন সংস্থা এই সামান্য দিনে সমাজের হতে দরিদ্র মানুষের কল্যাণে যে অবদান রাখছে আর প্রশংসা করেন এবং আগামীতেও জাগ্রত নারী উন্নয়ন সংস্থা সকলের সহযোগিতায় দেশের প্রতিটি স্থানে জাগ্রত নারী উন্নয়ন সংস্থার কার্যক্রম পরিচালনা কর এই আশাবাদ ব্যক্ত করেন এবং আমাদের দেশে বিদেশে যারা বিত্তবান রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে জাগ্রত নারী উন্নয়ন সংস্থা অনেক দূর এগিয়ে যাক এই প্রত্যাশা করেন এবং তিনি তার নিজ থেকে সাধ্যমত সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সভাপতি সাহেব সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সবার সমাপ্তি ঘোষনা করেন।