রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
মোঃ সাগর, ভ্রাম্যমান প্রতিনিধি: নেত্রকোণা জেলার কলমাকান্দায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর অবমাননার প্রতিবাদে সুপ্ত সাহা অনিক ও রাখাল রাহাকে দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণঅবস্থান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা কলমাকান্দা থানা মোড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ, কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা উসমান গনি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম হামিদী। সমাবেশে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন ও মাওলানা মাসুদুর রহমান হাবিবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী উসমান মুক্তিবাদী, আইন বিষয়ক সম্পাদক লুৎফর রহমান ফারুকী ও প্রভাষক মোস্তাফা কামালসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মহানবী (সা.)-এর বিরুদ্ধে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং মুসলিম উম্মাহকে ঈমানি দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। তারা ঘোষণা দেন, বিশ্বনবীর সম্মান রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
এছাড়াও, স্থানীয় আলেম-ওলামারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। শান্তিপূর্ণ এই সমাবেশে শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।