শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

সরাইল উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে খাঁটিঁহাতা বিশ্বরোড মোড়ে ৩০~৪০ টি ভাসমান অবৈধ দোকানপাট উচ্ছেদ

ওমর, সিনিয়র বিভাগীয় ব্যুরো চীফ সিলেট: জেলা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল খাঁটিঘাটা হাইওয়ে মোড়ে ২রা মার্চ সরাইল উপজেলা নির্বাহী অফিসার, জনাব মো. মোশারফ হোসাইন,সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান, খাঁটিয়াতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মো. মামুন রহমান, এসিল্যান্ড সরাইল, এসিল্যান্ড সদর এবং সরাইল থানা, সদর থানা ও খাটিয়াতা হাইওয়ে থানা পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে পবিত্র রমজান মাসে টাকা-সিলেট মহাসড়কের যানজট নিরসনের লক্ষ্যে খাঁটিয়াতা বিশ্বরোড মোড়ে রাস্তার পাশে দখল করে রাখা অবৈধ দোকান-পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অনুমান ৩০-৪০ টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। বেলা ১১.০০~১২.৫০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। দখলমুক্ত করা হয় ঢাকা-সিলেট হাইওয়ে রোডের বিশ্বরোড মোড়।

অভিযান পরিচালনার শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আদেশ প্রদান করেন ভবিষ্যতে যদি কেউ অবৈধভাবে রাস্তা দখল করে দোকান নির্মাণ করে যানজট তৈরি করেন বা করার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা প্রশাসক জনাব মো: মোশারফ হোসাইন মিডিয়া প্রতিনিধি কে জানান, অভিযোগের ভিত্তিতে জনস্বার্থে এই অভিযান যৌথ উদ্যোগে পরিচালনা করা হয়। মাহে রমজানে জনসাধারণের চলাচলের যানজট নিরসনে,সরাইল এসিল্যান্ড,ব্রাহ্মণবাড়িয়া সদর এসিল্যান্ড,খাঁটিহাতা হাইওয়ে থানা,সরাইল থানা, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের যৌথ উদ্যোগে সহযোগিতা সহ অফিস বৃন্দ। এই অভিযান চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com