বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশি অস্ত্র ও গুলিসহ দুই ভাই গ্রেপ্তার

সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই রাউন্ড গুলি ও পিস্তলসহ দুই দুই ভাই কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) বিকেলে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নূরবাগ পুরান সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আদর্শনগরের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে রাশেদ আহম্মেদ হৃদয় এবং রহিম আহম্মেদ সাগর।

স্থানীয়রা জানান, কুতুবপুরের লিখন বাহিনীর সাথে নির্মাণ সামগ্রী সরবরাহ নিয়ে সাগর-হৃদয় গ্রুপের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জেরে সোমবার বিকেলে হৃদয় ও সাগর দলবল নিয়ে অস্ত্রসহ লিখন বাহিনীর উপর হামলা করতে আসে। তবে, লিখন বাহিনী তাদেরকে অস্ত্রসহ আটক করে ও গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী বলেন, সাগর ও হৃদয়ের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিল। এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে খবর দিলে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ৬২ এম এম বোরের বিদেশী পিস্তল,দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তারা দুজন বালু ব্যবসার আড়ালে মাদক ও অস্ত্র ব্যবসা করতো। এছাড়া এলাকায় আধিপত্য বিস্তার করতে বিশাল বাহিনী গড়ে তুলেছিল তারা।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com