বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

অগ্নিশিখা ডেস্ক: পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।সোমবার (৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তারা শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যসেবা সহযোগিতা নিয়েও আলোচনা করেন।

এ সময় পররাষ্ট্র সচিব কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অধিকতর বৃত্তির সুযোগের ওপর জোর দেন।

রাষ্ট্রদূত জনগণের মধ্যে যোগাযোগ আরও গভীর করার জন্য গৃহীত উদ্যোগগুলো তুলে ধরেন।

রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র সচিব চীনের অব্যাহত সম্পৃক্ততার প্রশংসা করেন এবং একটি টেকসই প্রত্যাবাসন সহজতর করতে আরও সহায়তার আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com