বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাই চক্রের মূলহোতা মোঃ সাইমন (২১) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১১।
রবিবার (২ মার্চ ) সন্ধ্যায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ সায়মন হাওলাদার (২১)।সে সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকার ফিরোজ হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, সোনারগাঁয়ে ছিনতাই চক্রের মূলহোতা সাইমন হাওলাদার (২১) কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।