শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে উপজেলা বিএনপি’র উদ্যোগে ৮ ইউনিয়নে পৃথকভাবে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের প্রস্তুতি সম্পন হয়েছে
মঙ্গলবার ৪ মার্চ রাতে উপজেলা বিএনপির সভাপতি এসটি এম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ’র অনুমতি ক্রমে ইফতার মাহফিলের সময় নির্ধারণ করে, দফতর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু’র সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রস্তুতির বিষয় এবং স্থান ও সময় সূচি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ মার্চ (বৃহস্পতিবার) ওসমানীনগর উপজেলা বিএনপি’র আওতাধীন ৭নং দয়ামীর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় দয়ামীর বাজারের সাইদ খাঁন কমিউনিটি সেন্টারে প্রথম ইফতার মাহফিল অনুষ্ঠিত হইবে।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সিলেট-২ বিশ্বনাথ ওসমানীনগরের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা। এরপর নির্ধারিত তারিখ ও সময়ে প্রত্যেকটি ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত হইবে। এতে প্রত্যোক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট-২ আসন বিশ্বনাথ ওসমানীনগরের ধানের শীষের কান্ডারী তাহসিনা রুশদী লুনা।