শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার ব্র্যাক মোড় এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে মঙ্গলবার বিকেলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়ন্ত কুমার রায় (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জয়ন্ত কুমার রায় লালমনিরহাটের কালীগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের ধরনী কান্তের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সাথে বিপরীতদিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক জয়ন্ত কুমার রায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ দুর্ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
এব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো জানান, চালক পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।