বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন
সাহাবউদ্দীন,বিশেষ প্রতিনিধিঃ উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান এবং মুছাপুর ইউনিয়ন পরিষদ থেকে ৩ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৫ আসনে (সদর-বন্দর) সংসদ সদস্য পদপ্রার্থী ‘আলহাজ্ব মাকসুদ হোসেন’ অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার হয়েছেন।
এর আগে মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে মাকসুদ হোসেন গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় বিভিন্ন থানায় মামলা রয়েছে।
মাকসুদ চেয়ারম্যান নারায়ণগঞ্জ ৫ আসনের পলাতক সাবেক এমপি এ কে এম সেলিম ওসমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। সেই সাথে তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি পদের দায়িত্বে ছিলেন। এবং সেই সুবাদে পরপর দু’বার তিনি মুছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে ৫ ই আগস্টের আগে নারায়ণগঞ্জের দুর্ধর্ষ সেই ওসমান পরিবার ও সেলিম ওসমানের বিরুদ্ধে গিয়ে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীদের কে পরাজিত করে বিপুল ভোটে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জয়ী হন।