বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
সাহাব উদ্দীন, বিশেষ প্রতিনিধিঃ সাবেক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও এমপি গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) (৫ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ২৩ কোটি ৫১ লাখ ৩৩ হাজার ৫৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং ৬টি ব্যাংক হিসাবে ২৫৭ কোটি ৭৫ লাখ ৪৮৯ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এ ছাড়াও, তার নামে ৪৪৮ কোটি ৪২ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে তার গ্রহণযোগ্য আয় ৪২৪ কোটি ৯০ লাখ টাকা।
অন্যদিকে, হাসিনা গাজীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি ৯ কোটি ৬৯ লাখ ২৪ হাজার ৫৫৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং ৫টি ব্যাংক হিসাব থেকে ৩১ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৫১৩ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে থাকা বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজীকে গত ২৫ আগস্ট রাজধানীর শান্তিনগর এলাকার একটি আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে রূপগঞ্জ থানায় করা স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।