বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

সর্বশেষ :
মাগুরার শিশুটির অবস্থার আরো অবনতি : প্রেসসচিব নারায়ণগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল কোর্ট ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অবৈধ অভিবাসীদের জন্য “সেলফ ডিপোর্টেশন ” অ্যাপ চালু করলো ট্রাম্প প্রশাসন কোহলির আউট দেখে হার্টঅ্যাটাকের গুঞ্জন, যা বলছে কিশোরীর পরিবার লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক দুজনকে আটক নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

ওসমানীনগরে ফ্যাসিষ্ট এর দোসর আওয়ামিলীগ নেতা গ্রেফতার

ওসমানীনগর(সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে আওয়ামিলীগ নেতা, গোয়াল বাজার ইউপি সদস্য বেলাল আহমদকে ওসমানীনগর থানা পুলিশ গ্রেফতার করেছে।

মঙ্গলবার ১১ মার্চ দুপুরে উপজেলার গোয়ালাবাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে,২০২২ সালের ১৫ নভেম্বর উপজেলার গোয়ালাবাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বিএনপির বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ কালে গোয়ালা বাজার মহাসড়কের উপর স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা তার গাড়ীতে হামলা চালিয়ে গাড়ী ভাংচুর করে দলের নেতাকর্মীদের আহত করেন। সেই মামলার আসামি হিসাবে বেলাল আহমদ কে গ্রেফতার করা হয়।

এই বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ’র কাছে গাড়ি ভাঙচুরের মামলায় এক ব্যক্তি গ্রেফতার হওয়া সম্পর্কে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, সেদিন আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা তাহসিনা রুশদীর লুনার গাড়ি ভাঙচুর করে, সেটা প্রতিহত করতে গিয়ে আমি নিজে আহত হই। আমার মাথায় রড দিয়ে আঘাত করা হয় আমার মাথায় ৬ টি সেলাই লাগে, আমার সহ-সভাপতি ও আমার সাথে আহত হয়। পরে আমি বাদী হয়ে থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি থানা পুলিশ , ৫ ই আগস্ট পরবর্তী সময়েও থানায় মামলা করতে ব্যর্থ হয়ে সিলেট আদালতে এর প্রতিকার চেয়ে একটি মামলা দায়ের করলে আদালত মামলাটি নথিভূক্ত করেন। গাড়ী ভাংচুর ও হামলার ঘটনায় তৎকালীন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিনসহ ৫৩ জনের বিরুদ্ধে দরখাস্ত মামলা দায়ের করা হয়। মিছবাহ বলেন আমি উপরোক্ত মামলার ১নং সাক্ষী। এই সন্ত্রাসী হামলায় সম্পৃক্ত সকল আসামিকে গ্রেফতারের মধ্যদিয়ে বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান তিনি।

বেলাল আহমদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন ২০২২ সালের গাড়ী ভাংচুর মামলার (মামলা নং-সিআর ৩০২/২৪) আসামি মোট ২৯ জনের উপর আদালতের নির্দেশনায় গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে। এই মামলার আসামি বেলাল আহমদকে গ্রেফতার করার পরে আদালতে প্রেরন করা হয়েছে। বাকি আসামিদের কে গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত আছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com