বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১১ মার্চ) বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।
জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স, বিকেএমইএ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই। প্রতিটি প্রতিষ্ঠান নিজেদের অবস্থান থেকে নগরীকে যানজট মুক্ত, খাদ্য দ্রব্যের দাম সহনীয় রাখা সহ বিভিন্ন কাজে সহযোগিতা করছে। মেঘনা ও সিটি গ্রুপ এবং নিতাইগঞ্জ ব্যবসায়ী সংগঠনকেও ধন্যবাদ জানাই। এছাড়াও টিসিবি ও ওএমএস এর সময় বৃদ্ধি করা হয়েছে। নারায়ণগঞ্জকে সুন্দরভাবে আমরা সাজাতে চাই। গ্রিন এন্ড ক্লিন সিটি হিসেবে নারায়ণগঞ্জ গড়ে উঠবে। সামনে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে মানুষের ঈদ যাত্রা। মানুষ যেন স্বস্তির সাথে নিজেদের গন্তব্যে পৌছাতে পারে সে ব্যাপারেও আমরা কাজ করছি। এছাড়াও কল কারখানায় যেন শ্রমিকরা সময় মত তাদের বেতন ভাতা পায় সে ব্যাপারেও বলা হয়েছে।
পুলিশ সুপার প্রত্যুষ কুমার বলেন, পুলিশকে তার স্থানে দাঁড় করাতে হবে। বিভিন্ন স্থানে পুলিশের সাথে যেসকল অন্যায় হচ্ছে সেটা মানানসই না। যদি পরবর্তীতে এধরনের ঘটনা ঘটে তাহলে সে কে সেটা ভুলে যাবো, তার হাত গুড়িয়ে দেয়া হবে। আপনি আমার কাছ থেকে সেবা চান কিন্তু আমাকে কাজ করার স্বাধীনতা দিবেন না সেটা হবে না।