বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

রাজধানীজুড়ে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ১৯৭ জন্য

মোঃ সাগর,ভ্রাম্যমান প্রতিনিধি: রাজধানীজুড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১৯৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার (১২ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১৪ জন ডাকাত ও ১২ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী ছাড়াও ৩ জন চাঁদাবাজ, ১২ জন চোর, ৯ জন মাদক কারবারি, ৩১ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে নানা অপরাধে ব্যবহৃত ৭টি চাপাতি, ৬টি চাকু, একটি চায়নিজ কুড়াল, একটি রামদা, একটি দা, ২টি ডিক স্টপার, ৩টি মোবাইল ফোন, একটি ব্লুটুথ, ৫টি বাল্ব, ১০টি লোহার নাট, একটি প্লায়ার্স, একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অভিযানে ১১৬ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন ছাড়াও ১ কেজি ৫২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৫৫টি মামলা রুজু করা হয়েছে।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার জানিয়েছে, ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এরমধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com