বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১২ মার্চ) বাদ আছর নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর নির্মানাধীন ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যখনই নারায়ণগঞ্জ নিয়ে কথা বলি তখনই নারায়ণগঞ্জকে একটি শিল্পোন্নত, শিল্প ঘন জেলা হিসেবে পরিচয় দিয়ে থাকি। নারায়ণগঞ্জের এ শিল্পের মাধ্যমেই সারা বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে। দেশের মানুষের জীবন যাত্রা অনেকটা উন্নত হয়েছে এবং তার প্রভাব পড়েছে। কিন্তু আমাদের একটি বিষয় মনে রাখতে হবে,শিল্পায়নের ফলে পরিবেশের যে বিপর্যয় ঘটেছে সেটা কাটিয়ে উঠে আমরা যেন সঠিকভাবে এগুতে পারি সেদিকটা খেয়াল রাখতে হবে। সবাইকে নিয়ে আমরা একটি পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই। নারায়ণগঞ্জকে একটি মডেল জেলা হিসেবে বাংলাদেশ সহ সারা বিশ্বের কাছে তুলে ধরতে চাই।
সভাপতি তার বক্তব্যে বলেন, মাত্র ২১ দিন হয়েছে দ্বায়িত্ব পেয়েছি। যতটুকু সফলতা পেয়েছি তাতে সকলের সহযোগীতা রয়েছে। ব্যবসার যে অবস্থা সেটা পুরোটাই প্রতিযোগিতা মূলক। বিদ্যু ও গ্যাস বিলের দাম বেড়েছে, ভ্যাট, ট্যাক্স বেড়ে গেছে। তবুও আমরা স্বপ্ন দেখি সন্ত্রাস, যানজট মুক্ত নারায়ণগঞ্জের। আমরা চাই একটি দূর্ণীতি মুক্ত সুন্দর, সবুজ নারায়ণগঞ্জ গড়ে তুলতে।
মুফতি ইলিয়াস হোসাইন পবিত্র মাহে রমজানের ফজিলত, যাকাত সম্পর্কে আলোচনা করা করেন এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমান সহ যত মুসলিম নর-নারী কবরবাসী হয়েছে সকলের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করেন।
দোয়া ও ইফতার মাহফিলে চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সোহেল মোর্শেদ সারোয়ারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ, পুলিশ সুপার প্রত্যুষ কুমার সহ বিএনপি, জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।