শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগরে পাছ শত বছরের পুরাতন কবর স্থানের গেইটে নাম ফলক স্থাপন করেছে গ্রাম পঞ্চায়েতের সর্বস্থরের মানুষ। গত ১২ মার্চ দুপুরে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ভেরুখলা গ্রামের ৫ শত বছরের প্রাচিন পাঞ্চায়েতি কবর স্থানের গেইটে নেইমপ্লেট স্থাপন করেছেন ভেরুখলা মসজিদ কমিটির সাবেক মোতোয়ালি রফু মিয়া, বর্তমান ক্যাশিয়ার মো: আবুল কালাম, মসজিদ কমিটির সদস্য মো: ইসহাক মিয়া, প্রবিন মুরব্বি আব্দুল মোতলীব, হাজি সানুর মিয়া,মন্তাজ উল্লা, কাচা মিয়া,আনহার মিয়া, সাদেক মিয়া, আব্দুল জলিল, বিলাল মিয়া, আনহাট মিয়া, সহ আরোও অনেক।
এসময় আবেগাপ্লুত কণ্ঠে সাবেক মোতোয়ালি রফু মিয়া বলেন,এক সময়ের উত্তাল ভরাং নদীর কূলঘেসা আমাদের ঐতিহ্যবাহী ভেরুখলা গ্রামের পাঞ্চায়েতি কবরস্থান দীর্ঘদিন থেকে অযত্নে অবহেলায় পড়ে আছে। বর্তমানে গ্রামের যুবসমাজ সহ সর্বস্তরের মানুষ ৫ শত বছরের এই পুরাতন কবরস্থান উন্নয়নের কাজ করে যাওয়ায় এলাকার উন্নয়ন হয়েছে। বর্তমান ক্যাশিয়ার মো: আবুল কালাম বলেন এক সময় আমরা কবরের বাসিন্দা হয়ে যাবো। মুসলমান হিসেবে দেহে বল থাকতে কবরস্থান সহ সকল ভালো কাজে যেন অংশগ্রহন করতে পারি।