শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

সর্বশেষ :
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড, সুপার ওভারে শূন্য রানেই অলআউট ‘৪১ দেশের’ ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার ভাবনা ট্রাম্প প্রশাসনের ওসমানীনগরে কবরস্থানের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ, উত্তেজনা বিরাজমান নারায়ণগঞ্জে বেতন বোনাসের দাবিতে গার্মেন্ট শ্রমিক সংহতির মানববন্ধন চেয়ারম্যান আসাদুজ্জামান গ্রেপ্তার ঘুসের ৩৭ লাখ টাকাসহ গভীর রাতে গাইবান্ধার নির্বাহী এলজিইডির প্রকৌশলী আটক ওসমানীনগরে পাঁচশত বছরের প্রাচীন কবর স্থানে নাম ফলক স্থাপনে খুশি এলাকাবাসী রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন ড. ইউনূস ও গুতেরেস মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মামলা দ্রুত শেষ করার নির্দেশ আইজিপির ব্রাজিলের ফুটবল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রোনালদো

রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন ড. ইউনূস ও গুতেরেস

অগ্নিশিখা ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় তারা ইফতার করেন।

এর আগে, শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব ইফতার অনুষ্ঠানে যোগ দিতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যান।

তার আগে, শুক্রবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে কক্সবাজারে পৌঁছান।

সেখানে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসূচি রয়েছে জাতিসংঘ মহাসচিবের। ইতোমধ্যে তিনি সেখানে রোহিঙ্গা শিক্ষার্থী ও কমিউনিটির সঙ্গে জীবনমান নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com