সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
আতোয়ার রহমান,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে রোববার রাত ১০টার দিকে খলসি বটতলা নামক এলাকায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল
চালক হাফেজ মো: জুনাইদ (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।নিহত জুনাইদ উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর নূরানী মাদ্রাসার শিক্ষক ও একই ইউনিয়নের কোগারিয়া গ্রামের মো: রিপু মিয়ার ছেলে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে রোববার রাতে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক হাফেজ মো: জুনাইদ গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে দ্রুত মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ধসঢ়;ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।