সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
আমিনুর রহমান,নবাবগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের পক্ষ থেকে ঢাকার নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগীদের মাঝে ইফতার বিতরণ করেছেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ কর্মসূচী পালন করা হয়। এসময় হাসপাতালের প্রায় অর্ধশতাধিক রোগীদের হাতে ইফতার তুলে দেয়া হয়।
ইফতার বিতরণকালে শফিকুল ইসলাম নিরব রোগীদের খোঁজখবর নেন এবং দেশ নায়ক তারেক রহমান ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের জন্য দোয়া কামনা করেন। রোগীরা ইফতার পেয়ে খুব খুশী হন এবং ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানান।
এ সময় ঢাকা জেলা দক্ষিণ ও নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।