সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে এক যুবককে বলাৎকারের ঘটনায় মো. সাঈদ (৪০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার ১৫ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও উপজেলার হোসেনপুর চৌধুরীগাঁও এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।
র্যাব-১১ ব্যাটেলিয়ান সদর দফতরের কোম্পানি কমান্ডার উপ-অধিনায়ক মেজর অনাবিল ইমাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব আরও জানায়, গত ৮ ফেব্রুয়ারি রাতে বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকায় পল্লী বিদ্যুৎ রোডে বিশ বছর বয়সের এক যুবককে নিজ ঘরে ডেকে নিয়ে যায় অভিযুক্ত সাঈদ। পরে ওই যুবককে মারধর করে ও নানা ভয় ভীতি দেখিয়ে সাঈদ জোরপূর্বক বলাৎকার করে। পরে সাঈদ ওই যুবককে পুনরায় বলাৎকারে লিপ্ত হওয়ার কুপ্রস্তাব দিলে সে তার পরিবারকে বিষয়টি জানায়।
এ ঘটনায় ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে অভিযুক্ত সাঈদকে আসামি করে বন্দর থানায় মামলা করেন।
র্যাব জানায়, এ ঘটনায় মামলা দায়েরের পর থানা পুলিশের পাশাপাশি আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করে র্যাব। গোয়েন্দা নজরদারিও চালায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আসামি সাঈদের অবস্থান নিশ্চিত হয়ে সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি সাঈদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।