সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

সর্বশেষ :

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ না রাখার আহ্বান জামায়াত আমিরে

মোঃ সাগর, ভ্রাম্যমান প্রতিনিধি: রাজনীতিতে ভিন্নমত থাকবে তবে দেশের কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ না রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ’ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, আজ হাইকোর্টে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রত্যাশিত রায় হয়েছে। এর মধ্য দিয়ে আবরারের পরিবারের সদস্যরা কিছুটা শান্তি পাবেন।

ভিন্নমতকে গণতন্ত্রের সৌন্দর্য উল্লেখ করে একে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকবে। এরই মধ্যে দেশে প্রতিহিংসার কবর ও মানবিকতার বিজয় রচিত হবে

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com