শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
শরীফ আহমদ চৌধুরী,ওসমানীনগর (সিলেট) সংবাদ দাতা: সিলেটের ওসমানীনগরে হাইওয়ে সড়কের চলমান উন্নয়নকাজের মধ্যে সরকারি টেলিফোনসহ বিভিন্ন প্রকার তামার তার চুরির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
ওসমানীনগর থানার অফিসার অমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার তাজপুর ইউনিয়নের মোহাম্মদপুর রাইগদারা গ্রামের খালিক মিয়ার ছেলে সামস উদ্দিন, কালাই মিয়ার ছেলে জোবায়েল এবং উছমানপুর ইউনিয়নের থানাগাঁও গ্রামের আব্দুল বারির ছেলে রাজু আহমদ ও বাবুল মিয়ার ছেলে জাকারিয়া মিয়াকে তাজপুর বাজার থেকে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সড়ক উন্নয়নকাজের কারণে মাটির নিচ থেকে ওঠানো বিভিন্ন তার চুরি করে পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেছেন এবং সরকারি সম্পদ রক্ষায় আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।