শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:০০ অপরাহ্ন

আড়াই মাস ধরে নিখোঁজ নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি

আমিনুর রহমান,নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই ওরফে পান্নুর (৭২) হদিস নেই আড়াই মাস ধরে। গত ৮ জানুয়ারি নবাবগঞ্জের বাড়ি থেকে রাজশাহীর উদ্দেশ্যে বের হন। রাজশাহীতে পৌঁছানোর পর এখনো বাসায় ফিরেনি বিএনপির এ নেতা। তার মোবাইল ফোনেও যোগাযোগ করতে পারছে না পরিবারএ ব্যাপারে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন তাঁর ছেলে সিহাব তমাল।

সিহাব তমাল জানান, জানুয়ারি মাসের ৮ তারিখ ব্যক্তিগত কাজে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে গ্রামের বাড়ি দেওতলা থেকে বের হন তার বাবা আজাদুল ইসলাম হাই পান্নু। ৯ তারিখের মধ্যে বাসায় ফিরে আসার কথা ছিল তার। কিন্তু মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়নি।।গত ১০ জানুয়ারি পান্নুর ছেলে সিহাব তমাল নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর হতে প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পান্নুর পরিবার অজানা শঙ্কা ও আতঙ্কে দিন কাটছে।

সিহাব তমাল বলেন, বাবা রাজশাহী পৌঁছেছেন এ ব্যাপারে আমরা অনেকটাই নিশ্চিত।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com