সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
ওসমানীনগর সিলেট সংবাদদাতা : সিলেটের ওসমানীনগরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তাজ পুর শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৮ মার্চ ১৭ রমাদ্বান মঙ্গলবার ইশ্বাদ আলী শপিং সিটি তাজপুর অফিসে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে ন্যাশনাল সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স পিএলসির গোয়ালাবাজার জুন প্রধান আব্দুল মুমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সের পুর সাংগঠনিক অফিসের জোনাল ইনচার্জ জাবিরুন নেছা, জাহেদ আহমদ পরিচালক ইসলামি ব্যাংক এজেন্ট শাখা, শামীমা বেগম অফিস ইনচার্জ তাজ পুর সাংগঠনিক অফিস বক্তারা বলেন, “ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই আয়োজনের মাধ্যমে আমরা সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে চাই।”
অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে ইফতার পরিবেশন করা হয়।